অর্থ অনর্থের মূল— প্রচলিত থাকলেও অনেক মুশকিল আসানে অর্থের চেয়ে বড় ভুমিকা কোনোকিছু রাখতে পারে না। এই যেমন আল্লু অর্জুনের কথাই ধরা যাক। ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে এক নারীর পদপিষ্ট হ্যে মৃত্যুর ঘটনায় বেশ হেনস্তা হয়েছেন। এবার টাকা ঢেলে সব পরিস্থিতি সামলে নিচ্ছেন নায়ক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে ওই নারীর মৃত্যুর খবর কানে যেতেই ভিডিও বার্তায় শোক প্রকাশ করেন আল্লু। তার পরিবারকে নাকি তিনি ২৫ লক্ষ রুপিও দেওয়ার আশ্বাস দেন। তার আহত ছেলের চিকিৎসার দায়িত্বও বহন করেন সুপারস্টার। আর এবার ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু।
তাতেই সন্তুষ্ট মৃত নারীর স্বামী। তিনি বলেন, “মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেফতার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে তার তো কোনো হাত নেই।”
এর আগে সিনেমা হলে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনকে সমন পাঠায় হায়দরাবাদ পুলিশ। আজ মঙ্গলবার ১১টার মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয় অভিনেতাকে। সে সমনে সাড়া দিয়েই নির্ধারিত সময়ে তিনি পৌঁছে যান হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায়। তারপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। একের পর এক প্রশ্নবাণ। এবার অর্থ দিয়ে যেন সব নিজের অনুকূলে নিচ্ছেন নায়ক।
‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী ১৫০০ কোটির ঘর পেরিয়েছে কবেই। একে একে ভেঙেছে রেকর্ড। এখনও সিনেমা হলে ছুটছে লাগাম ছাড়া পাগলা ঘোড়ার মতো। গতকাল শুক্রবারেও ভারতব্যাপীও হাজার কোটির ঘর ছুঁয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সিনেমাটি।