আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্লাবের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। ইএসপিএনের সূত্র অনুসারে, চুক্তির এক বছর বাকি থাকা সত্ত্বেও আর্জেন্টাইন কোচ দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মার্টিনো আনুষ্ঠানিকভাবে তার বিদায় ঘোষণা করবেন আগামী ২২ নভেম্বর (শুক্রবার)। ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস এবং ফুটবল অপারেশনের সভাপতি রাউল সানলেহির সঙ্গে তিনি সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নেয়ার পর নতুন গড়ে তোলা দলের সঙ্গে সময় ভালোই কাটিয়েছিলেন মার্টিনো। লিওনেল মেসি, সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবার মতো তারকাদের পেয়েছেন। একটা সময় তাদেরকে পেয়েছিলেন বার্সেলোনায়। পুরাতন শিষ্যদের নিয়ে মার্কিন লিগে রীতিমত আধিপত্য দেখিয়েছিলেন।
যদিও শেষটা ভাল হয়নি তার। মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় ইন্টার মায়ামি। এরপরই মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জেরার্ডো মার্টিনো।