ক্রিকেটের সঙ্গে এখন যোগাযোগ নেই মাশরাফি বিন মর্তুজার। তামিম ইকবাল অবসরে গেছেন সব ফরম্যাট থেকে। মুশফিকুর রহিম রঙিন পোশাকে খেলেন না, টেস্টেও তিনি শেষের দুয়ারে পৌঁছে গেছেন। সাকিব আল হাসান টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, ওয়ানডে ক্রিকেটও যে খেলবেন ভবিষ্যতে সেই সুযোগ নেই। মাহমুদউল্লাহ রিয়াদও বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এর মধ্যে দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক ‘পঞ্চপাণ্ডব’ যুগ। সাদা বলে তাদের অধ্যায় আপাতত শেষই বলা যায়।
সম্প্রতি সমকালের সঙ্গে সাক্ষাৎকারে পঞ্চপাণ্ডবদের নিয়ে কথা বলেছেন জাতীয় দলের তারকা ব্যাটারত লিটন দাস। তিনি মনে করেন, এখন দায়িত্ব নেওয়ার সময় এসেছে পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের। আলাপচারিতায় লিটন বলেন, ‘আমরা সবাই পঞ্চপাণ্ডবদের অধীনেই খেলেছি। বিশেষ করে মুশফিক ভাই আমাদের জন্য অনুপ্রেরণা।’
টেস্ট ক্রিকেটে দুই দশক ধরে খেলা মুশফিকুর রহিমকে ‘আদর্শ ও মোটিভেটর’ হিসেবে তুলে ধরেন লিটন। তার ভাষায়, ‘মুশফিক ভাই শুধু কথা নয়, ওয়ার্ক এথিকস দিয়ে অনেকের অনুপ্রেরণার উৎস। অনেক ক্রিকেটার তাকে দেখে প্র্যাকটিসে পরিশ্রম বাড়িয়েছে।’
সিনিয়রদের অবদানের কথা স্মরণ করে লিটন বলেন, ‘মাশরাফি ভাই, সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই—দেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব এগিয়ে যাওয়ার। মুশফিক ভাই যেহেতু এখনো আছেন, চেষ্টা করব তার মতো ভালো ইনিংস উপহার দিতে।’
লিটনের কথায় স্পষ্ট—আগামীর বাংলাদেশ ক্রিকেটের ভার নিতে প্রস্তুত হচ্ছেন নতুন প্রজন্ম, যারা কিংবদন্তিদের পথ ধরে এগিয়ে যেতে চায় আত্মবিশ্বাসের সঙ্গে।