বিটিএস (বেজ ট্রান্সসিভার স্টেশনে) খাতে কর্মরত নেটওয়ার্ক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে হুয়াওয়ে। এমন উদ্যোগ দেশের বিটিএস ইঞ্জিনিয়ার ও কর্মীদের দক্ষতা বাড়ানোর সঙ্গে কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার (এনভাওরেনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি– ইএইচএস) মান নিশ্চিতে উদ্যোক্তাদের প্রতিশ্রুতির প্রতিফলন।
প্রশিক্ষণ কেন্দ্রে মূলত দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, ব্র্যান্ডের গ্রাহক, সাব-কনট্রাক্টর ও চ্যানেল সহযোগীরা এখানে বিটিএসের সরঞ্জাম স্থাপন ও কমিশনিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয়ত, এখানে বিটিএস পেশাজীবীদের কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তারই ধারাবাহিকতায় সাব-কন্ট্রাক্টরদের (বিটিএস পেশাজীবী) ইএইচএস নিশ্চিতে প্রশিক্ষণের আয়োজন করেছে উদ্যোক্তারা। প্রশিক্ষণে সব পরিস্থিতিতে ইএইচএস স্ট্যান্ডার্ড বজায় রাখতে যেসব পদক্ষেপ নেওয়া জরুরি তার ওপর আলোকপাত করা হয়।