অদ্য ১৮/০৫/২০২১ খ্রিঃ তারিখ রাত্র ০২.০০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানার সোনাডাঙ্গা বাসটার্মিনাল মসজিদের পাশ হইতে তদন্তে প্রাপ্ত আসামী সুমন খাঁন (২৩), পিতা-আবুল হোসেন, সাং-কানার বাজার, বুড়িরহাট, থানা-পালং, জেলা-শরিয়তপুর, এ/পি সাং-সোনাডাঙ্গা সরদারপাড়া, নেভী হাউজ, সোনাডাঙ্গা মডেল থানা, খুলনা মহানগর, খুলনা কে গ্রেফতার করা হয়। উক্ত আসামী সুমন খাঁন (২৩) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য, গত ০৪/০৫/২০২১ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ০৮:২০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানাধীন হোল্ডিং নং-৮০/২, ১নং বয়রা ক্রস রোড, জনৈক মোঃ সোহরাব হোসেন খাঁন (৭০) এর বসতঘরের পশ্চিম দিকে টিউবওয়েল এর পাঁকা স্থানে পূর্ব শত্রুতার জের ধরিয়া অজ্ঞাতনামা ৭/৮ জন আসামী তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়া ভিকটিম নিয়াজ মোরশেদ (২৮), পিতা-এস এম শাহ জাহান, সাং-হোল্ডিং নং-৬১/২০, সোনাডাঙ্গা মেইন রোড, ময়লাপোতা, সোনাডাঙ্গা মডেল থানা, খুলনা মহানগর, খুলনা এ/পি সাং- পল্লী বিদ্যুৎ অফিসের পিছনে, রশ্মিবাগ, লবণচরা থানা, খুলনা মহানগর, খুলনার ঘাড়ে, হাতের ডান বাহু এবং বাম বাহু সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করিয়া হত্যা করা হয়। অত্র মামলার ভিকটিম নিয়াজ পলাতক আসামী রেজার কাছে ১২০০ টাকা পেত এবং ভিকটিম নিয়াজ টাকার জন্য আসামী রেজার মা বোন তুলে গালিগালাজ করে। যার কারনে রাগান্বিত হয়ে রেজাসহ অন্যান্য আসামীরা এই হত্যাকান্ডটি ঘটায়। উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলা রুজু করা হলে তদন্তকারী অফিসার এসআই(নিঃ) সোবহান মোল্যার নেতৃত্বে গত ০৫ মে ২০২১ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ব হইতে এজাহারনামীয় আসামী ১) নুর ইসলাম (২৫) পিতা-বাবু হাওলাদার, সাং-হাফিজনগর, রাঙ্গা মিয়ার বাড়ী, সোনাডাঙ্গা মডেল থানা এবং গত ০৫ মে ২০২১ খ্রি: তারিখ ১৪.০৫ ঘটিকার সময় ময়লাপোতা এলাকা হইতে ২) মোঃ রানা (২৫) ও ৩) শফিকুল হোসেন (৩২) উভয় পিতা-আবুল হোসেন, সাং-সোনাডাঙ্গা ময়লাপোতা, সোনাডাঙ্গা মডেল থানা, খুলনা মহানগর, খুলনাগণকে গ্রেফতার করা হয়। এছাড়াও, গত ০৭/০৫/২০২১ খ্রিঃ তারিখ ১৮.০০ ঘটিকার সময় নিউমার্কেটের সামনে হইতে ৪) ইনসান শরীফ (২৪), পিতা-মোঃ মোশাররফ হোসেন মুসা, সাং-ঝালবাড়ী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি সাং-সোনাডাঙ্গা ৩য় আবাসিক, থানা-সোনাডাঙ্গা মডেল ও ৫) ইয়াসিন আরাফাত (২৮), পিতা-মোঃ লুৎফর রহমান, সাং-নিচ খামার, থানা-লবণচরা, খুলনা মহানগর, খুলনাগণকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ০৫/০৫/২০২১ খ্রিঃ তারিখ আসামী নুর ইসলাম (২৫) এবং অদ্য ১৮/০৫/২০২১ খ্রিঃ তারিখ মোঃ সুমন খাঁন (২৩) বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।