ক্লাব সতীর্থ সন হিউং-মিনকে নিয়ে বৈষম্যমূলক মন্তব্য করে পাওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করে লাভ হয়নি রদ্রিগো বেন্তানকুরের। টটেনহ্যাম হটস্পারের এই মিডফিল্ডারের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
২৭ বছর বয়সী বেন্তানকুরের আপিল খারিজ করার বিষয়টি মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছেন ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
বহুল আলোচিত ঘটনাটি গত জুন মাসের। উরুগুয়ের টেলিভিশন অনুষ্ঠান ‘পর লা কামিসেতা’ তে কথা বলার সময় সনকে নিয়ে মজার ছলে বেন্তানকুর বলে বসেন, দক্ষিণ কোরিয়ার ‘সবাই দেখতে একই রকম।’
ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে প্রবল সমালোচনার মুখে নিজের ভুল বুঝতে সামাজিক মাধ্যমে সনের কাছে ক্ষমা চান বেন্তানকুর। দক্ষিণ কোরিয়ার অধিনায়ক তাকে ক্ষমা করেও দেন। কিন্তু এফএ-এর স্বাধীন রেগুলেটরি কমিশন আপত্তিকর আচরণের কারণে তাকে কঠিন শাস্তি দেয়।
বেন্তানকুরকে ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ করে এফএ। সঙ্গে তাকে এক লাখ পাউন্ড জরিমানাও করা হয়। পরে ‘কঠোর’ শাস্তি দেওয়া হয়েছে দাবি করে আপিল করে তার ক্লাব টটেনহ্যাম। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে এফএ-এর রেগুলেটরি কমিশন।
লিগ কাপের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচ তো বটেই, রোববার ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারবেন না বেন্তানকুর।