চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলেদেশ। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই মাঠে সাম্প্রতিক সময়ে প্রায় সবগুলো ম্যাচই হাই স্কোরিং হয়েছে। যে কারণে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সেরও আশা বড় রানের।
বড় রান করার মতো সামর্থ্য বাংলাদেশি ব্যাটারদের আছে, এমনটাই বিশ্বাস টাইগারদের প্রধান কোচের। আজ রোববার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘বড় রানের মাঠ এটা। লাহোরে গতকাল দেখলেন কত রান হয়েছে।’
‘৩০০+ হবে আশা করছি। গত ৫ ম্যাচে আমরা কয়েকবার ৩০০ পার করেছি। ফলে আমাদের সেই সামর্থ্য রয়েছে। গত ম্যাচে শুরুটা ভালো করিনি তাই ২০০ এর আটকে গিয়েছি। ভালো শুরু পেলে সম্ভব।’-যোগ করেন তিনি।
শেষ ৫ ম্যাচে বাংলাদেশ ৩ বার ৩০০ ছাড়ালেও জয় আসেনি কোনো ম্যাচেই। এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘সেসব ম্যাচে প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো ব্যাট করেছে। আমরা ৩০০ করেছি তারা আরও বেশি করেছে। ফলে আমাদের তাদের আটকেও রাখতে হবে। ভালো বল করিনি সেসব ম্যাচে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান তুলনামূলক ভালো। এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘খেলা রেকর্ড নিয়ে নয়, কাল কী হবে তা নিয়ে। আমরা কাল খেলব তাদের সাথে। অতীতের কিছু নিয়ে খেলব না। কাল মাঠে নেমে দেখি কী হয়।’