নড়াইলে ২০১৪ সালে দায়েরকৃত একটি মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।
২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় এক সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে দেওয়া এক বক্তব্যকে অবমাননাকর আখ্যা দিয়ে ওই বছরের ২৪ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করেন শাহজাহান বিশ্বাস নামে এক মুক্তিযোদ্ধা। মামলায় একই আদালত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে দুই বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। পরবর্তী সময়ে বাদী উচ্চ আদালতে রিভিউ পিটিশন করেন। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সাজা প্রদানকারী আদালতকে মামলাটি পুনর্বিচারের আদেশ দেন। পরবর্তী সময়ে বাদী বিচারিক আদালতে উপস্থিত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মর্মে সাক্ষ্য প্রদান করেন।
মঙ্গলবার মামলার রায় প্রকাশের দিনে আদালত একমাত্র আসামি তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিকভাবে করা হয়নি মর্মে তাঁকে খালাসের আদেশ দেন।
এদিকে তারেক রহমান মানহানি মামলা থেকে খালাস পাওয়ায় জেলা বিএনপির উদ্যোগে গতকাল নড়াইল শহরে আনন্দ মিছিল হয়েছে।
মিছিল শেষে আদালত সড়কে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান প্রমুখ।