খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মহানগরী এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। রবিবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে মশক নিধন কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় সিটি মেয়র আরো বলেন, ঋতু পরিবর্তনের সময় স্বাভাবিকভাবে মশার উপদ্রব বৃদ্ধি পেয়ে থাকে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। নগরবাসী যাতে মশকমুক্ত পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারে তার জন্য যা যা প্রয়োজন সবকিছু করার নির্দেশ দিয়ে সিটি মেয়র বলেন, এ কাজে কারো গাফিলতি পরিলক্ষিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, এস্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদারসহ উপসহকারী প্রকৌশলী, সহকারী কঞ্জারভেন্সী অফিসার ও কঞ্জারভেন্সী সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।