নগরীর আড়ংঘাটা এলাকায় টিভি চ্যানেল তৈরি করে অংশীদার করার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় কথিত সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আটককৃত সাংবাদিক ‘বাংলাদেশ বর্তমান সময় এবং খুলনা বর্তমান সময়’ নামে দুইটি নিউজ পোর্টালের সম্পাদক বলে দাবি করেন।
মামলার বিবরণে জানা যায়, আড়ংঘাটা থানার শলুয়া গ্রামের বজলুর রহমানের ছেলে ইমদাদুল হক মিলন (৪৫) গত বছরের ২৬ ডিসেম্বর একই থানার তেলিগাতী গ্রামের বুচিতলার মোছাঃ মনিরা বেগমের কাছ থেকে টিভি চ্যানেল খোলার নাম করে তিন লক্ষ টাকা নেন। পরবর্তীতে টিভি চ্যানেল না খুলে টাকা ফেরত চাইলে নানা ধরনের হুমকি ধামকি দিতে থাকে।
মনিরা বেগম আরো বলেন, গত ২৩ জানুয়ারি রাতে টাকা ফেরত দেবার নাম করে শলুয়া বাজারের নান্নুর মুদি দোকানের পিছনে ফাঁকা জায়গায় ডেকে তার শ্লীলতাহানী করে।
আড়ংঘাটা থানার এস আই মোঃ রবিউল ইসলাম জানান, টিভি চ্যানেল তৈরি করে অংশীদার করার প্রলোভনে গত ১১ জানুয়ারি তেলিগাতীর এনামুল হকের স্ত্রী মনিরা বেগমের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছে আড়ংঘাটার মোঃ বজলু শরীফের ছেলে মোঃ ইমদাদুল হক মিলন। পরে টিভি চ্যানেল না খোলায় ও লভ্যাংশ না দেয়ায় গত ২৩ জানুয়ারি রাতে এ ঘটনায় মনিরা বেগম বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার এমদাদুল হক মিলন সাংবাদিক দাবি করে নিজেকে আড়ংঘাটা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।
একই ভাবে ফুলতলার আরিফুল ইসলামের স্ত্রী জ্যোতি বেগমের (২৫) কাছ থেকে ৫০ হাজার টাকা নেয় বলে জানা গেছে।
এ ব্যাপারে আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, মোছাঃ মনিরা নামে এক নারী গত ২৬ জানুয়ারি থানায় আসেন। এ সময় ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিককের নামে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ ও শ্লীলতাহানীর অভিযোগে মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে ইমদাদুল হক মিলনকে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে (মামলা নং-৯/৯, তাং-২৬/০১/২০২৩)।