নগরীতে অপহরণ ও চাঁদাবাজীর সাথে জড়িত সমন্বয়ক ও সাংবাদিক। জনৈক নূরে আলম মোল্লা (৫৬), পিতা-তফিল উদ্দিন মোল্লা, সাং-দক্ষিণ ভাংনাহাটি, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর এপি সাং-বসুপাড়া এতিম খানা মোড় নর্থখাল ব্যাংক রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা নামে এক ব্যবসায়ীকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ভাড়া বাসা হতে গত ২১ মার্চ ২০২৫ তারিখ শুক্রবার রাত অনুমান ১১.৩০ ঘটিকায় অপহরণ করে। পরবর্তীতে তাকে খুলনা সদর থানাধীন গল্লামারী ৪ নং কাশেম সড়কে জনৈক শেখ মোঃ সালাউদ্দিনের বাড়ীর ৪র্থ তলার একটি ফ্লাটে আটকে রেখে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণের জন্য ১ কোটি টাকা দাবী করে। এই ঘটনায় ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগের প্রেক্ষিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার তাদের গ্রেফতারের জন্য সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করা হয়। এসময় দৈনিক প্রবর্তন পত্রিকার নির্বাহী সম্পাদক ১) জিয়াউর সাদাত জিয়া (৪৮), পিতা-মৃত হাফিজুর রহমান, সাং-নাজিরঘাট ক্রস রোড, থানা-সোনাডাঙ্গা, ২) জাতীয় নাগরিক কমিটির খুলনার সমন্বয়ক ইমন মোল্লা (২৪), পিতা-মোঃ আজগর মোল্যা, সাং-বসুপাড়া, থানা-সোনাডাঙ্গা, ৩) মাহাবুব হাসান পিয়ারুল (৫৫), পিতা-মৃত আব্দুল ওহাব, সাং-পুরাতন গল্লামারী রোড, থানা-সোনাডাঙ্গা, ৪) জয় হাসান (২২), পিতা-মজিবর রহমান, সাং-হোল্ডিং নং এনএইচ-১০ মানসি বিল্ডিং এর পিছনে, থানা-খালিশপুর এবং ৫) শাকির রহমান (২২), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-কহিনুর মোড়, থানা-খালিশপুর, খুলনাদেরকে গ্রেফতার করে। ভিকটিম ব্যবসায়ী নূরে আলম মোল্লাকে আটকাবস্থা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিকটিমের ছেলে কৌশিক আহমেদের দায়ের করা এজাহারের প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-২২, তারিখ-২৩/০৩/২০২৫খ্রিঃ, ধারা-৩৪২/৩৬৪/৩৮৫/৩৮৭ পেনাল কোড রুজু হয়েছে।
নগরীতে অপহরণ ও চাঁদাবাজীর সাথে জড়িত সমন্বয়ক ও সাংবাদিকসহ ৫ জন গ্রেফতারঃ কেএমপি

You Might Also Like
Ehosan ul-Haq
Leave a comment