ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশ ছাড়ার বিষয়ে ওয়াশিংটনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে।
ওয়াশিংটন জেলেনস্কিকে ইউক্রেইন ছাড়ার বিষয়ে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছিল বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, জানিয়েছে বিবিসি।
আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার প্রতিবেদনে জেলেনস্কির সঙ্গে কথোপকথনের বিষয়ে সরাসরি জ্ঞাত ঊর্ধ্বতন এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে।
“লড়াই এখানে চলছে। আমার দরকার গোলাবারুদ, ভ্রমণ না,” জেলেনস্কি এমনটি বলেছেন বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা।
ওয়াশিংটন পোস্টও মার্কিন ও ইউক্রেইনীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার জেলেনস্কিকে সাহায্য করতে প্রস্তুত ছিল বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।
রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় তার ভূমিকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছেন জেলেনস্কি। সাবেক এই কৌতুকাভিনেতা এর আগেও অনু্প্রেরণাদায়ী কিছু বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
বলেছেন, “যখন তোমরা আমাদের আক্রমণ করবে, আমাদের মুখ দেখবে, পিঠ না।”
শুক্রবার রাতে সঙ্গীসাথীদের নিয়ে কিয়েভের পথে হাঁটার একটি ভিডিও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেছেন জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন, রুশ হামলার মুখেও রাজধানী থেকে পালাননি তারা।
তিনি কিয়েভ থেকে পালিয়ে গেছেন, এমন গুজবের মুখেই জেলেনস্কি ওই ভিডিওটি পোস্ট করেন।