দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতা হলো না বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেট দলের। এই বিশ্বকাপের চতুর্থ আসরের ফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। জবাবে দুই ওপেনারের তাণ্ডবে স্বাগতিক পাকিস্তান মাত্র ১১.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়। এতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আর বাংলাদেশ হয়েছে রানার্সআপ।
বাংলাদেশ দৃষ্টিহীন ক্রিকেট দল রানার্সআপ হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, ‘তাদের অর্জনে গোটা জাতি গর্বিত।’
এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। এ ছাড়া সালমান ৩১ ও আশিকুর ২২ রান করেন। ২ উইকেট নিয়ে ফাইনালে পাকিস্তানের সেরা বোলার বাবর আলী। তার সঙ্গে মোহাম্মদ সালমান ও মতিউল্লাহ নেন ১টি করে উইকেট।
জবাব দিতে নেমে পাকিস্তানের দুই ওপেনার নিসার আলী ৭২ ও মোহাম্মদ সফদার ৪৭ রানে অপরাজিত থাকেন। এর আগে ২০১২ ও ২০১৭ সালের প্রথম দুই আসরে ভারতের কাছে ফাইনালে হেরে শিরোপা খুইয়েছিল তারা। আর সবশেষ ২০২২ সালের আসরে একই প্রতিপক্ষের কাছে শিরোপা খুইয়েছিল বাংলাদেশ। পাকিস্তান তৃতীয়বারের মতো ফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হলো এই প্রথম।
দৃষ্টিহীনদের টি–টোয়েন্টি বিশ্বকাপে সফলতম দল ভারত। টুর্নামেন্টের প্রথম তিন আসরে শিরোপা জয়ের হ্যাটট্রিক করে তারা। এবারের আসরে অবশ্য ভারত অংশ নেয়নি। বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তানের বাইরে অংশগ্রহণ করা বাকি দলগুলোর তালিকায় ছিল শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা।