সম্প্রতি সিনেমার শুটিং করতে গিয়ে হাতে চোট পান বলিউড অভিনেতা বরুণ ধওয়ান। এবার দুর্ঘটনার শিকার হলেন আরেক জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। বর্তমানে কার্তিক আর শ্রীলীলা উত্তরবঙ্গে শুটিংয়ে ব্যস্ত। অনুরাগ বসুর আসন্ন সিনেমায় জুটি বেঁধেছেন তারা।
জানা গেছে, সেখানেই শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন কার্তিক। বাম হাতে বড় ব্যান্ডেজ বাঁধা তার। সেই অবস্থাতেই নায়িকার সঙ্গে শুটিং করতে দেখা গেছে ‘ভুলভুলাইয়া’ অভিনেতাকে।
শুটিংয়ের ছবিগুলোতে দেখা যায়, মোটরসাইকেলে শ্রীলীলাকে বসিয়ে শট দিচ্ছেন নায়ক। বাম হাত জুড়ে ব্যান্ডেজ। ছবিতেই স্পষ্ট, হাতে চোট নিয়ে অভিনয় করছেন কার্তিক। সেই অবস্থায় শুটিং শেষ করে এই জুটির হোটেলে ফেরার ছবিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তাতেও দেখা যায় নায়কের হাতে ব্যান্ডেজ বাঁধা।
এদিকে সিনেমামুক্তির আগেই নায়িকা শ্রীলীলার সঙ্গে নাম জড়িয়েছে নায়কের। কার্তিকের বাড়ি থেকেও নাকি পছন্দ শ্রীলীলাকে— এই খবর জানাজানি হতে গুঞ্জন বেড়েছে। ফলে এই জুটিকে নিয়ে উন্মাদনা তুঙ্গে।
কার্তিকের মতোই কয়েকদিন আগে আঙুলে চোট পান বরুণ ধাওয়ান। তিনি পূজা হেগড়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত। দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। জানা গেছে, প্রাথমিকভাবে নিজেই নিজেকে সামলে নেন অভিনেতা। শুধু তাই নয়, তার কারণে যাতে শুটিং না আটকে যায়, সেদিকে কড়া নজর বরুণের। নিজেই বরফ ঘষতে থাকেন আঙুলে, শটও দেন।