পিঠের চোট থেকে সেরে ওঠেননি, যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি জাসপ্রিত বুমরাহর। ভারতের জন্য বেশ বড় একটা ধাক্কাই বটে। এরপরেও পরীক্ষিত মোহাম্মদ শামি, হার্শিত রানা এবং আর্শদ্বীপ সিংয়ে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের যাত্রা শুরু করবে ভারত। মূল টুর্নামেন্ট পাকিস্তানে হলেও নিরাপত্তা ইস্যুতে নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে ভারত।
মূল টুর্নামেন্ট শুরুর আগে সেখানেই অনুশীলন করছে ভারত। এরইমাঝে সেখানে একদফায় ইনজুরির শঙ্কাও ভর করেছে। রোববার প্রথম দিনের অনুশীলনেই নিজের পুরাতন চোটের জায়গায় আঘাত পেয়েছেন ঋশাভ পান্ত। ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় বাম হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। দুবাইয়ের অ্যাকাডেমি মাঠের অনুশীলনে সেই বাম হাঁটুতেই পেয়েছেন আঘাত।
হার্দিক পান্ডিয়ার ব্যাটিং অনুশীলন চলাকালে আঘাত পান পান্ত। হার্দিকের কাট শট সরাসরি আঘাত করে পান্তের বাম হাঁটুতে। বেশ কিছুক্ষণ সেখানেই পড়ে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সঙ্গে সঙ্গে দলের বাকি ক্রিকেটার ও ফিজিও সেখানে যান। প্রথমে পান্তের হাঁটুতে আইসপ্যাক লাগানো হয়। তার পরে স্ট্যাপ বেঁধে দেওয়া হয়।
খানিক পরেই উঠে যান পান্ত। খুঁড়িয়ে খুঁড়িয়েই ফিরে যান ড্রেসিংরুমে। এরপর অবশ্য ব্যাট করার জন্য একবার মাঠে নামেন তিনি। তখনও হাঁটতে অসুবিধা হচ্ছিল তাঁর। ওই অবস্থাতেই কিছুক্ষণ ব্যাট করেন তিনি। তার চোট নিয়ে আপাতত ভারতীয় দল কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে, আঘাতের মাত্রা বিবেচনায় বাংলাদেশ ম্যাচের একাদশ ভাবনা থেকে দূরে থাকবেন পান্ত।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে।