শিলং থেকে: এখন পর্যন্ত মূল মাঠে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। তবে ভেন্যুর সেই মাঠেই নিয়মিত অনুশীলনের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও খেলে ফেলেছে ভারত। অথচ ম্যাচের আগেরদিন বিকেল পর্যন্ত মূল ভেন্যুর দেখা পায়নি বাংলাদেশ।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে টিম হোটেলে হয়েছে ভারত ও বাংলাদেশের সংবাদ সম্মেলন। সেটির পর বিকেলে দুদলের অনুশীলনের আনুষ্ঠানিক সময় নির্ধারণ করা থাকলেও সুনীল ছেত্রীরা দুপুরেই মূল মাঠে অনুশীলনের এক সেশন সেরে নিয়েছেন।
চ্যানেল আই অনলাইনের অনুসন্ধানে উঠে আসে, দুটি মিনিবাসে করে পুরো ভারত দলই আসে অনুশীলনে। টিম হোটেলে প্রেস কনফারেন্স শেষ করেই মূলত ভারত দল ছুটে আসে অনুশীলনে। বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য যা যা করা দরকার, সবকিছুই যেন মরিয়া হয়ে করছে ভারত। যার অনেককিছুই হচ্ছে গণমাধ্যম আড়াল করে।
কারো সঙ্গে কথাও বলছেন না ভারতের কোচ কিংবা ফুটবলাররা। এমনকি সকালের প্রেস কনফারেন্স ছাড়া কারো সঙ্গে কথা বলতে দেয়া হচ্ছে না। ভারতীয় ফুটবল মিডিয়া ডিপার্টমেন্ট হতে যা কিছু দেয়া হচ্ছে, তা নিয়েই সংবাদমাধ্যম খবর তৈরি করছে শিলংয়ের ম্যাচ ঘিরে।
যদিও ভারতের মিডিয়া ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছিল সন্ধ্যা সাড়ে ৫টায় অনুশীলন করবে টিম ইন্ডিয়া। আর বাংলাদেশ দলের জন্য আনুষ্ঠানিকভাবে এই মাঠে অনুশীলনের সময় দেয়া হয়েছে সোমবার সন্ধ্যা সাতটায়।