ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল তার দুই ছেলের নামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয়েছে।
অনন্ত জলিলের স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুরে মসজিদটি নির্মাণ করা হয়েছে। তাদের দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলের নামে মসজিদটির নামকরণ করা হয়েছে ‘আরিজ আবরার জামে মসজিদ’।
এই তারকা দম্পতি সশরীরে উপস্থিত হয়ে মসজিদটির উদ্বোধন করেন। একই সঙ্গে গ্রামবাসীর মধ্যে তারা খাবার বিতরণ করেন।
এ প্রসঙ্গে অনন্ত জলিল জানান, মসজিদটির নির্মিত হয়েছে গত বছরে। তবে নতুন বছরের বেশ কিছু সময় তুরস্কে ছিলেন তিনি। তাই সেখানে থেকে ফিরেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে মসজিদটির উদ্বোধনে যান।
অনন্ত-বর্ষা অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দিন : দ্য ডে’ সিনেমা। ইরানের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন অনন্ত নিজেও। এছাড়া ‘দ্য লাস্ট হোপ’ শিরোনামে নরওয়েভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানের আরেকটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অনন্ত জলিল।
পিএসএন/এমঅাই