ডিম নিক্ষেপের ঘটনায় হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালের কাছে দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীনসহ কয়েকজন আইনজীবী। কেউ কেউ ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন। তারা বলেছেন, বিচার বিভাগের জন্য এটি অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক ঘটনা।
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট বিচারপতির এজলাসে তারা দুঃখ প্রকাশ করেন। এ সময় আদালতে অন্যান্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
জয়নুল আবেদীন বলেন, আমরা কোনো জুনিয়র এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিল না। তিনি ঘটনার জন্য আইনজীবী সমাজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।
এ সময় আদালতে উপস্থিত ব্যারিস্টার আহসানুল করিম সমকালকে বলেন, ‘ঘটনাটি অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা। যে বা যারাই এ ঘটনা ঘটিয়েছে তারা কাজটি ভালো করেনি। বিচারপতির কাছে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি। আর যেন বিচার বিভাগে এমন ঘটনা না ঘটে।
প্রসঙ্গত, ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগ তুলে বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে আদালত কক্ষে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী। এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন।