দীর্ঘ ৬০ বছর পর জনপ্রিয় কোমল পানীয় স্প্রাইটের বোতলের রঙ বদলাচ্ছে। এতদিন সবুজ রঙের বোতলে বিক্রি হতো। শিগগিরই স্বচ্ছ বোতলে স্প্রাইট পাওয়া যাবে। খবর সিএনএনের।
বুধবার এক বিবৃতিতে স্প্রাইটের মূল প্রতিষ্ঠান কোকা-কোলা জানায়, ১ আগস্ট থেকে সবুজ বোতলের পরিবর্তে স্বচ্ছ বোতলে স্পাইট উৎপাদন, বাজারজাত ও বিক্রি হবে।
বোতলের রঙ পরিবতর্নের কারণ হিসেবে কোকা-কোলা দাবি করছে, ‘প্লাস্টিক প্যাকেজিংয়ের জন্য একটি সার্কুলার ইকোনমি সাপোর্ট করা।’
বর্তমানে যে সবুজ প্লাস্টিকের বোতলটি পলিথিন টেরেফথালেট (পিইটি) দিয়ে তৈরি। যা প্রায়শই কার্পেট এবং পোশাকের মতো একক-ব্যবহারের আইটেমগুলোতে রূপান্তরিত হয়।
কোকা-কোলা আরও জানিয়েছে, নতুন বোতলের জন্য সবুজ প্লাস্টিক পরিবর্তে যে পরিষ্কার ও স্বচ্ছ প্লাস্টিক দেওয়া হচ্ছে তা পুনরায় ব্যবহার করা যাবে।
স্প্রাইটের বোতলের রঙ পরিবর্তন ও ব্র্যান্ডিংয়ে সহযোগী ছিল রিসাইকেল নামের এক পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠান। এর নির্বাহী কর্মকর্তা বলেন, পুনর্ব্যবহার করা হলে পরিষ্কার পিইটি স্প্রাইট বোতলগুলোকে নতুন বোতলগুলোতে পুনরায় তৈরি করা যেতে পারে। প্লাস্টিকের জন্য একটি বৃত্তাকার অর্থনীতি চালাতে সহায়তা করে।”
তবে স্প্রাইটের ক্যান এবং প্যাকেজিং গ্রাফিক্স এখনও সবুজ থাকবে। কেবল এর লোগো পরিবর্তিত হবে।
লেমন-লাইম সফট ড্রিঙ্কটি ১৯৬১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম চালু হওয়ার পর থেকে সবুজ রঙেই প্যাকেজিং করা হয়েছে।
কোকের পক্ষ থেকে জানানো হয়েছে, পানীয়টি তাদের সর্বাধিক বিক্রিত পণ্যগুলোর মধ্যে একটি। প্রতিষ্ঠানটির আরও জানিয়েছে, এই রঙ পরিবর্তন প্লাস্টিকের প্যাকেজিংয়ের জন্য একটি বৃত্তাকার অর্থনীতি সমর্থন করবে।