যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন জো বাইডেন। স্থানীয় সময় গত সোমবার নিজ নির্বাচনী এলাকায় ডেলাওয়ারের উইলমিংটন থেকে হোয়াইট হাউসে ফেরার আগে পাশের একটি কেন্দ্রে গিয়ে আগাম ভোট দেন তিনি।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলাকে নিয়ে নির্বাচনী কাজের অংশ হিসাবেই আগাম ভোট দিতে আসেন বাইডেন। এ সময় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে অন্যান্য ভোটারদের সাথে গল্প করেন। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘চলুন, ভোট দিতে যাই।’ তিনি কমলা হ্যারিসের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
জানা গেছে বাইডেন তার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা এবং এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের আগাম ভোট নেওয়া শুরু হয়ে গেছে। রয়টার্সের খবর অনুযায়ী, আগাম ভোট দেওয়া মানুষদের কেউ কেউ সশরীর ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে পাঠিয়েছেন।