‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদুৎ’ স্লোগানে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার নদী বেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এলাকা চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন আলোকিত হয়েছে বিদ্যুতের আলোতে। এতে দুটি ইউনিয়নে বিদ্যুতের সুফল ভোগ করবে অর্ধ লক্ষাধিক মানুষ।
পার্শ্ববর্তী জেলা ভোলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল, চরবিশ্বাস ইউনিয়নে বিদ্যুতের সঞ্চালন লাইন চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে দুই ইউনিয়নের বিদ্যুৎতায়নের উদ্বোধন করেন জাতীয় সংসদের পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) সংসদ সদস্য এসএম শাহাজাদা সাজু।
এসময় উপস্থিত ছিলেন- গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শাহীন, পল্লীবিদ্যুৎ সমিতির জিএম আবুল বাশার আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা।
চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল বলেন, চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন দুটি দ্বীপাঞ্চল হওয়ায় সরাসরি বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন দুটি আজ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।
পল্লীবিদ্যুৎ সমিতির জিএম আবুল বাসার জানান, ১৬৫ কোটি টাকা ব্যয়ে নদীতে সাবমেরিন ক্যাবল দিয়ে এ বিদ্যুতের লাইন স্থাপন করা হয়েছে যা দেশে সবচেয়ে দীর্ঘতম সাবমেরিন ক্যাবল লাইন। প্রতিটি গ্রাহকের বাড়িতে মিটারের লাইনের তার টানা আছে। সরকার নির্ধারিত ফি জমা দিলেই অল্প সময়ে সংযোগ দেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ১০ জুন আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উদ্বোধন করা হবে।