দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা কালীবাড়ী বাজার ‘‘দত্ত জুয়েলার্সে” গত ২৮/১০/২০২৪ তারিখ দুপুরে সংঘটিত ডাকাতির ঘটনায় দৌলতপুর থানা পুলিশ ফুলতলা থানাধীন পুথিয়াবান্দা এলাকা থেকে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন @ খোকন (৪৫), পিতা-আঃ মালেক, সাং-ভবানীপুর, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, এ/পি সাং-নবাবের বাগ, থানা-শাহআলী মিরপুর’কে ০১ টি প্রাইভেট কার, গহনা রাখা ট্রে-১৫ টি, স্বর্ণের কানের দুল-০২ টি, আংটি-০৫ টি, নাকফুল-০১ টি, চাপাতি-০১ টি এবং নগদ ৪,২৪৫ টাকাসহ গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
দত্ত জুয়েলার্সে ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত গ্রেফতার: কেএমপি
Leave a comment