এক বছরের বেশি সময় পর দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে ডাক পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ পেসার কিউনা মাফাকা।
দেশের মাঠে তিন ম্যাচের সিরিজটির জন্য বৃহস্পতিবার শক্তিশালী স্কোয়াড দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ সিরিজের দল থেকে এবারের দলে পরিবর্তন আছে ৯টি।
আনরিখ নরকিয়াকে এই সিরিজে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। পায়ের বৃদ্ধাঙ্গুল ভেঙে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাইরে ছিলেন এই পেসার। বাকি দুই ম্যাচ থেকেও ছিটকে গেছেন তিনি।
দলে আরও ফিরেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা, হাইনরিখ ক্লসেন, ডেভিড মিলার, কেশাভ মহারাজ ও তাব্রেইজ শামসি।
ওয়ানডেতে প্রথমবার ডাক পাওয়া ১৮ বছর বয়সী মাফাকা এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি খেলেছেন চারটি। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ২১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। পরে তাকে বদলি হিসেবে দলে নিয়েছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
আগামী ১৭ ডিসেম্বর পার্লে হবে প্রথম ওয়ানডে। ১৯ ও ২২ ডিসেম্বর পরের দুই ম্যাচ কেপ টাউন ও জোহানেসবার্গে।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লসেন, কেশাভ মহারাজ, কিউনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকোয়াইয়ো, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।