সম্প্রতি ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে মেটা’র থ্রেডস অ্যাপ। প্রতিদিন ১০ কোটিরও বেশি মানুষ পরিষেবাটি ব্যবহার করছেন বলে দাবি করেছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
থ্রেডস-এর এই নতুন মাইলফলকের ঘোষণা করে এক পোস্টে জাকারবার্গ বলেছেন, “নিজের পথচলার শক্তিশালী গতি অব্যাহত রেখেছে থ্রেডস।”
জাকারবার্গ বরাবারই আশা করে এসেছেন, কোম্পানির পরবর্তী শত কোটি ব্যবহারকারী অ্যাপ হওয়ার ‘ভাল সম্ভাবনা’ রয়েছে থ্রেডস-এর।
সেই লক্ষ্য থেকে থ্রেডস এখনও বেশ দূরে থাকলেও এর ব্যবহারকারী বেড়ে যাওয়ার বিষয়টি চলমান রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
গত শরতে ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে অ্যাপটি। এ বছর নভেম্বরের প্রথম দিকে এর ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে সাড়ে ২৭ কোটিতে।
এদিকে, অ্যাপল বলেছে, ২০২৪ সালে দ্বিতীয় সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হচ্ছে থ্রেডস। এ তালিকায় শীর্ষ স্থানে রয়েছে শপিং অ্যাপ ‘টেমু’।
আগামী সপ্তাহগুলোতে বড় কিছু পরিবর্তন দেখা যেতে পারে থ্রেডসে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপটির এই ব্যবহারকারী বেড়ে যাওয়ার বিষয়টিকে পুঁজি করতে চায় মেটা।
মেটার অন্যান্য অ্যাপের তুলনায় থ্রেডস এখনও ছোট, তবে এর ব্যবহারকারী বৃদ্ধির হার বাকিদের চেয়ে দ্রুত। অ্যাপটিতে এখনও কোনো বিজ্ঞাপননির্ভর ব্যবসায়িক মডেল নেই।
সাম্প্রতিক প্রতিবেদনে আমেরিকান সংবাদমাধ্যম ইনফরমেশন বলেছে, ২০২৫ সালের শুরুর দিকে থ্রেডের জন্য প্রথম বিজ্ঞাপন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে মেটা’র।