ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে আগামী তিন মাস তেলের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই। সংগঠনটির কার্যালয়ে আজ সোমবার সকালে ভোজ্য তেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন এ দাবি জানান।
সভায় তেল আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলেন, বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে, তাই দাম সমন্বয় জরুরি।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘নির্ধারিত দামের বেশিতে তেল বিক্রি করলে সরকার ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। তবে, কাউকে বিনা কারণে হয়রানি করলে ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে এফবিসিসিআই।’ অতিরিক্ত মুনাফা লাভের আশায় তেল মজুদ না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি আরও বলেন, ‘কাল যদি নতুন প্রাইস (মূল্য) আসে, নতুন প্রাইস ইমপ্লিমেন্ট হবে। নতুন প্রাইস করার (মূল্য নির্ধারণ) জন্য আমরাও সুপারিশ করব। এ ছাড়া আগামী তিন মাসের জন্য ভ্যাট প্রত্যাহার করতে সরকারকে জোর দাবি জানাব।’
দেশে বর্তমানে যে পরিমাণ তেল মজুদ রয়েছে, তাতে আসছে রমজান পর্যন্ত কোনো ঘাটতি হবে না বলেও জানান ব্যবসায়ীরা।
পিএসএন/এমঅাই