রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ এখনও দর্শকের নজর কাড়ছে। এই সিনেমার মাধ্যমে শাকিব খান পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়। নির্মাতা রাফী জানিয়েছিলেন ‘তুফান’ কিছুই না। আসল চমক থাকবে ‘তুফান ২’তে। এরপর থেকে দ্বিতীয় কিস্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে দর্শকমনে।
নির্মাতা রাফী জানিয়েছিলেন ‘তুফান’ কিছুই না। আসল চমক থাকবে ‘তুফান ২’তে। ছবি: সংগৃহীত
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর বাংলা সিনেমার একটি ইতিহাস তৈরি করেছে ‘তুফান’। দেশ ছাড়িয়ে বিদেশেও ধামাকা তুলেছে সিনেমাটি। কলকাতায় প্রচারে গিয়ে সেখানকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রায়হান রাফী।
ভারতের আনন্দবাজার পত্রিকার সঙ্গে ‘তুফান ২’ নিয়ে কথা বলেছিলেন নির্মাতা।
তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন। দেশে ফিরেই শুরু করবেন ‘তুফান’-এর সিক্যুয়েলের কাজ। শুরু হয়েছে সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ।
‘তুফান’-এ অভিনীত অভিনয়শিল্পীদের সুখবর দিয়ে রাফী জানান, ‘তুফান’-এ যারা রয়েছেন তারাই থাকবেন ‘তুফান ২’-এ।
এ ছাড়া কলকাতার প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এই ছবিতে। মিমি চক্রবর্তীর বিষয়ে তিনি জানান, আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে এ ছবিতেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও।
ছবির সিক্যুয়েল নিয়ে ইনস্টাগ্রামে জানিয়েছেন মিমিও। ছবির সাফল্যে তিনিও জম্পেস মেজাজে রয়েছেন।
প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রুপালি পর্দায়।