খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক বলেছেন, মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে বিভিন্ন ক্রীড়া সাহায্য করে। বর্তমানে উঠতি বয়সের তরুণ সমাজই এখন মাদকাশক্ত হচ্ছে বেশী। মাদক এক সময় দেশের স্কুল পর্যন্ত পৌছে যেতে পারে। মোবাইল ফোনও এখন মাদকের মতো নেশায় পরিনত হচ্ছে। তাই এখনই আমাদের অভিভাবকদের খেয়াল রাখতে হবে, স্কুল পড়–য়া ছাত্র/ছাত্রী কোন বন্ধু বান্ধবের সাথে মেলা-মেশা করছে এবং তারা কোন পরিবেশে থাকছে। মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এই ধরণের খেলা-ধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রিকেট খেলা এখন বাঙ্গলির রক্তে মিশে গেছে। প্রত্যান্ত অঞ্চলের গ্রাম থেকে দেশের অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলেও উঠে এসেছে। তাই প্রত্যেকটি উপজেলায় খেলাধুলার প্রসারের জন্য স্টেডিয়াম করা প্রয়োজন। মোংলা ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।
আজ সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় মোংলা ক্রীড়া পরিষদের আয়োজনে ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় মোংলা হ্যালিপেড মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বাধন করেন তিনি।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বাধনে নেশা মুক্ত মোংলা চাই, অবসরে মাঠে যাই এই শ্লোগানকে সামনে রেখে মোংলায় শেখ আব্দুল হাই স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’র প্রথম দিনের খেলার মধ্য দিয়ে এর শুভ সুচনা করেণ সিটি মেয়র।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শেখ আঃ হাই স্পোর্টিং ক্লাব ও টেন টাইগার অন লায়ন স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে মোংলা উপজেলার ৮টি দল অংশগ্রহণ করেছে। ১৩ মার্চ সোমবার থেকে শুরু হওয়া এ খেলা শেষ হবে ২১ মার্চ ফাইনাল খেলার মধ্য দিয়ে।
মোংলা ক্রীড়া পরিষদের আহবায়ক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমের সভাপতিত্বে ও সদস্য মোঃ ওয়াসিম আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য সচিব এম,আর রানা, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌরসভার সাবেক মেয়রও ব্যাবসায়ী আলহাজ্ব শেখ আব্দুস সালাম, মোংলা ক্রীড়া পরিষদের যুগ্ম আহবায়ক শেখ আল মামুনসহ অন্যান্য সদস্যরা ও দলীয় নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।