লিভারপুল ও বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার সাদিও মানে গত বছরের জানুয়ারিতে ১৮ বছরের আয়াশা টাম্বার সঙ্গে নতুন সংসার শুরু করেছেন। ৩২ বছরের মানে এবার জানালেন, তরুণী স্ত্রীর সঙ্গে চার সন্তানের বাবা হওয়ার পরিকল্পনা তার।
সেনেপিপল প্লাসকে আল নাসরে খেলা সেনেগালিচ ফরোয়ার্ড এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তাকে সন্তানের বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘মজার প্রশ্ন। এটা যদি আমার পছন্দ করে নেওয়ার সুযোগ থাকে ৩-৪ সন্তান নিতে চাইবো। তবে এটা আল্লাহ ঠিক করবেন। তিনি যা-ই দিক কৃতজ্ঞ থাকব।’
গত বছরের ৭ জানুয়ারি মানে ও আয়শা টাম্বা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দু’জনের পরিবারের মধ্যে যোগাযোগ ছিল। টাম্বার বয়স ১৮ হলে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তবে ডেইলি মেইল দাবি করেছে, বিয়ের আগে দু’বছর প্রেম করেছেন তারা।
মানে টাম্বাকে বিয়ে করার আগে দুই ক্রীড়া সাংবাদিকের সঙ্গে প্রেম করেছেন বলেও বিভিন্ন সময় সংবাদ মাধ্যম দাবি করেছে। এর মধ্যে স্কাই স্পোর্টসের আফ্রিকান প্রেজেন্টার মেলিসা রেড্ডির সঙ্গে নাকি প্রেম করেছেন তিনি। যে সম্পর্কের কথা তারা কখনো স্বীকার করেননি, অস্বীকারও করেননি। তবে সামাজিক মাধ্যমে আছে তাদের একাধিক ছবি। এছাড়া সুপার স্পোর্টসের কার্লো শাবালার সঙ্গেও নাকি প্রেমের সম্পর্ক ছিল তার।