তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় বিভিন্ন পরিচালনা পর্ষদ, কমিটি ও উপকমিটির জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করতে সার্চ কমিটি করা হয়েছে। পাঁচ সদস্যের এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আল আমিন রাকিবকে (তনয়)।
রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন– চলচ্চিত্রকর্মী ও অভিনেতা আবু বকর ওয়াসিফ, চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও সমাজকর্মী সাইদুল আলম খান (সাইদ খান সাগর), লেখক, আবৃত্তিশিল্পী, মিডিয়াকর্মী ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারাহ্ বিনতে বশির (ফারাহ্ দোলন) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও ফ্যাক্ট চেকার আব্দুল্লাহ আল মামুন (তুষার)।