শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন রাহাত ফতেহ আলী খান। আজ শনিবার রাতে গান শোনাবেন আর্মি স্টেডিয়ামে।
জানা গেছে, বর্তমানে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন এই শিল্পী। সেখানে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের পাশে দাঁড়াতে আয়োজিত এই কনসার্টে শনিবার (২১ ডিসেম্বর) রাতে বিনা পারিশ্রমিকে রাহাত ফতেহ আলী খান তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এদিন আরও গাইবে জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা। এ ছাড়া জনপ্রিয় র্যাপ সংগীতশিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।
এর আগে কনসার্ট উপলক্ষে সামাজিকমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন রাহাত ফতেহ আলী খান।সেখানে বলেছিলেন, ‘আমার বীর বাঙালি ভাই-বোনদের সালাম জানাই, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের আহ্বানে আপনাদের সবার জন্য গান গাইতে আসছি আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে।’
আরও বলেছিলন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি চ্যারিটি কনসার্টে আপনাদের সবার সঙ্গে দেখা করব। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় সাহসী শিক্ষার্থীরা এ কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে।’
সবশেষে বলেছিলেন, ‘২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশি ভাই-বোনদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্ব জিন্দাবাদ।