ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে অদ্ভূত এক কাণ্ড ঘটালেন কসোভোর ফুটবলাররা। উয়েফা নেশন্স লিগে গত ১৫ নভেম্বরের এই ম্যাচের ফল ঘোষণা হলো প্রায় এক সপ্তাহ পর।
ড্র হতে যাওয়া সেই ম্যাচে রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করলো উয়েফা। তবে জয়ের সঙ্গে জরিমানাও গুণতে হয়েছে রোমানিয়াকে।বুখারেস্টে গত ১৫ নভেম্বর উয়েফা নেশন্স লিগের ‘সি’ গ্রুপের দুই নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। গোলশূন্য ড্রয়ের পথেই ছিল দুই দলের ম্যাচটি। অতিরিক্ত সময়ের খেলা চলছিল তখন। এরইমধ্যে স্টেডিয়ামে থাকা রোমানিয়ার সমর্থকেরা উসকানি দিতে থাকে মাঠে থাকা কসোভানদের।
পুরো সময়ে তেমন মনোযোগ না দিলেও শেষ মুহূর্তে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না কসোভোর ফুটবলাররা। রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়েন। রোমানিয়ান সমর্থকরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থি স্লোগান দেয় বলে অভিযোগ করে কসোভো। প্রতিপক্ষের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রোমানিয়া।
বৈষম্যমূলক আচরণ ও দলের সমর্থকদের অশোভন আচরণসহ একাধিক অভিযোগে রোমানিয়াকে শাস্তি দিয়েছে উয়েফা। রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে এক লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।একই সঙ্গে সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের কারণে দেশটিকে তাদের ঘরের মাঠের পরের ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।