অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (৫ মার্চ) দুপুরে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।
গ্রেফতাররা হলো— সজিব (২০), ইমরান (১৯), বিজয় (২০), নাদিম (২০), আহাদ (২২), রবিউল (২১), হৃদয় (১৯), সোহান (২৪), সাগর (১৯), আবদুল হাকিম (২২), মোরসালিন (২৪), মনির হোসেন (১৯)।
মেহেদী হাসান বলেন, মঙ্গলবার (৪ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।