খুলনার ডুমুরিয়ায় আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) দু’টি ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুল আলমের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত ইটভাটা দু’টির মধ্যে ডুমুরিয়ার মেসার্স সেতু ব্রিকস্’কে ২৫ হাজার টাকা এবং মেসার্স এস.বি ব্রিকস্’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইটের সাইজে কম ও মূল্য তালিকা না টানানোর অপরাধে এ শাস্তি দেয়া হয়েছে উল্লেখ করে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শিকদার শাহীনুল আলম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় দু’টি ইট ভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি পয়েন্টে টিসিবি’র ট্রাক সেল কার্যক্রম তদারকি করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
পিএসএন/এমআই