ডুমুরিয়া উপজেলায় ১৪ টি ইউনিয়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে (২য় পর্যায়) দেশব্যাপী পিপিআর টিকা (২য় ডোজ) প্রদান কার্যক্রম।সোমবার ১ অক্টোবর সকাল সাড়ে ৬টায় ডুমুরিয়া উপজেলায় ১৪ টি ইউনিয়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে (২য় পর্যায়) দেশব্যাপী পিপিআর টিকা (২য় ডোজ) প্রদান কার্যক্রম শুরু হয়।ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া,সাহস,খর্নিয়া ইউনিয়নের ১ থেকে ৯নং ওয়ার্ডের টিকা প্রদান কার্যক্রম চলাকালীন সময়ে ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির উক্ত এলাকা সমূহ পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ শারমিন আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সায়রা গুলশান, উপ-সহকারী চঞ্চল কুমার মন্ডল ও ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, এল.এস.পি শিউলি বালা প্রমুখ।উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় পিপিআর রোগ নির্মূল করার লক্ষ্যে ইতিপূর্বে দেশব্যাপী ১/১০/২০২৩ হতে ১২/১০/২০২৩ পর্যন্ত ১ম ডোজ পিপিআর টিকা প্রয়োগ সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১/১০/২০২৪ থেকে ১৮/১০/২০২৪ পর্যন্ত ২য় ডোজ পিপিআর টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।
You Might Also Like
সিনিয়র এডিটর
Leave a comment