প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাঁর পূর্বপ্রতিশ্রুত ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ দিতে আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সমকালকে বলেন, কী কারণে, কোন যুক্তিতে প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনে সময়ক্ষেপণ করতে চাচ্ছেন– জাতির সামনে স্পষ্ট করা দরকার।
তিনি বলেন, সরকারের সংস্কার প্রস্তাবনা বিশ্লেষণ করে দেখা যায়, সব গৃহীত হলেও, শুধু সংবিধান সংস্কার বাদে অন্যগুলো বাস্তবায়নে এক থেকে দেড় মাসের বেশি লাগবে না। অধ্যাদেশ, নির্বাহী কিংবা প্রশাসনিক আদেশের মাধ্যমে তা করতে পারবে সরকার। প্রাতিষ্ঠানিক ও মাঠ পর্যায়ের সংস্কারের জন্যও একই কথা প্রযোজ্য।
বিএনপির এ নেতা বলেন, সংবিধান-সংক্রান্ত সংস্কার বাস্তবায়নে যেসব বিষয়ে ঐকমত্য হবে, সে বিষয়ে সনদ (চার্টার) হতে পারে; নির্বাচনী ম্যানিফেস্টো কিংবা প্রতিশ্রুতি থাকতে পারে। সে ক্ষেত্রে নির্বাচিত হয়ে সংসদে আসা জনপ্রতিনিধিদের দায়িত্ব হবে সেগুলো বাস্তবায়ন করা।
তিনি বলেন, নির্বাচন আয়োজনে শুধু জুন থেকে জুলাই বললেই জাতি সন্তুষ্ট হবে না। এখানে একটি মহলকে সুবিধা দেওয়ার কোনো এজেন্ডা থাকলে; ইতোমধ্যে জনমনে যে সন্দেহ দানা বেঁধেছে, তা জাতির জন্য সুখকর হবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা যতবার কথা বলেছি, ততবার তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিষয়ে আশ্বাস দিয়েছেন। এ জন্য আমরা সব সময় বিষয়টি রোডম্যাপের মাধ্যমে জাতির কাছে পেশ করার দাবি জানিয়েছি। আবার যখনই সুযোগ হচ্ছে, দেশি কিংবা বিদেশি সংবাদ মাধ্যমের কাছেও তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ধারণা দিয়েছেন। কিন্তু এখন এসে জাতির সামনে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এভাবে ফ্লেক্সিবল কথা বলাকে বিএনপি সঠিক মনে করে না।