তথ্যপ্রযুক্তি বিভাগ দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তি সংস্কার নিয়ে একটি নতুন রোডম্যাপের খসড়া প্রকাশ করেছে। ‘ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফর্মেশন স্ট্র্যাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপ’ শীর্ষক এই খসড়া নীতিমালা সম্পর্কে বিশেষজ্ঞদের মতামতা চেয়েছে সরকার।
জানা গেছে, দেশের প্রযুক্তি খাতের উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাস্তবায়ন নিয়ে দিকনির্দেশনা থাকছে এই রোডম্যাপে। এ ছাড়া ডিজিটাল সেবা সহজ করা, ব্লকচেইন ও আইওটির (ইন্টারনেট অব থিংস) ব্যবহার, স্টার্টআপ সহায়তা, সাইবার নিরাপত্তা ও ডেটা সুরক্ষ, উন্নত প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলার বিষয়ে গাইডলাইন থাকছে রোডম্যাপে। ২০২৫-৩০ সালের মধ্যে ধাপে ধাপে এই রোডম্যাপ কার্যক্রম বাস্তবায়িত হবে।
খসড়াটিতে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) প্রদত্ত বাস্তবায়ন কৌশল এবং ইউনেস্কোর কৃত্রিম বুদ্ধিমত্তা রেডিনেস অ্যাসেসমেন্ট মেথডোলজি (এআই আরএএম) অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ডিজিটাল ইকোনমির জন্য গঠিত টাস্কফোর্সের দশটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশ ও বিদেশের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই রোডম্যাপের চূড়ান্ত করা হবে। এটি চূড়ান্ত হলে বাংলাদেশের প্রযুক্তি খাত আরও সুসংহত হবে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন সাবির আহমেদ বলেন, রোডম্যাপ বাস্তবায়নে সুস্পষ্ট নীতিমালা করতে হবে। না হলে রোডম্যাপ কোনো কাজে আসবে না।