যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আবারও সরব হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের তোলা শুল্কযুদ্ধ শুধু চীন নয়, বরং বিশ্বের অন্যান্য দেশের জন্যও একধরনের বৈধ অর্থনৈতিক অধিকার ক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
চীনের রাষ্ট্রনেতা বলেন, ‘‘বাণিজ্যের নামে কেউ যদি শুল্কের দেয়াল তুলে দেয়, তবে সেটি কোনো দেশের উন্নয়ন নয় বরং বৈশ্বিক স্থিতিশীলতার ওপর আঘাত।’’
ট্রাম্প প্রশাসনের সময় চীনের ওপর আরোপিত উচ্চ শুল্ক এখনো বহাল রয়েছে, যার ফলে দুই দেশের সম্পর্কের টানাপড়েন কমেনি। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের একতরফা বাণিজ্য নীতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি, প্রযুক্তি ও কৃষি খাতে।
বিশ্ব অর্থনীতির এই অস্থির পরিবেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে কীভাবে আন্তর্জাতিক বাণিজ্যে আরও ভারসাম্য আনা যায়। তবে চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা বৈষম্যমূলক শুল্কনীতি মেনে নেবে না।
এদিকে, যুক্তরাষ্ট্র থেকে এখনো এই বক্তব্যের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।