আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার হওয়া নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সংস্কারকৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধান বিচারপতি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হলো।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই ভূখণ্ডের বিচার বিভাগীয় ইতিহাসে ঐতিহাসিক এই স্থাপনাটি ‘ঢাকা হাইকোর্ট’ বা ‘পুরাতন হাইকোর্ট ভবন’ হিসেবে যে মহান ঐতিহ্য ধারণ করে আছে, ২০২৪ এর জুলাই- আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন, যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচারের শ্বাশ্বত নীতিসমূহের অনুসরণের মাধ্যমে তা নতুন মাত্রায় পূর্ণতা পাবে।
ট্রাইব্যুনালের প্রতি প্রধান বিচারপতি প্রত্যাশা জানিয়ে বলেন, একজন সাধারণ নাগরিক তার হৃদয় উৎসারিত অকৃত্রিম চেতনাবোধ থেকে সমগ্র জাতির নৈতিক সমর্থনপুষ্ট একটি গণজোয়ার রুখতে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি যে প্রত্যাশা রাখেন- আমিও ঠিক অনুরূপ প্রত্যাশা রাখি।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার বিভাগের প্রধান হিসেবে মাননীয় প্রধান বিচারপতি নতুন ভবনটি উদ্বোধন করলেন। আমরা তার সময়ের অপেক্ষায় ছিলাম, উনি সময় করে আজকে এটি উদ্বোধন করলেন।
কবে নাগাদ সংস্কার হওয়া ভবনে বিচারকাজ শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, ধরুন আজকে থেকেই শুরু হয়ে গেল। মামলার ডেট যেদিন পড়বে নতুন ভবনে বিচারকাজ সেদিন শুরু হবে।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী, ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।