অভিনয়ে আগের মতো নিয়মিত নন অভিনেত্রী শবনম ফারিয়া। মাঝে মাঝে নাটক-ওয়েব কনটেন্টে দেখা যায় তাকে। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। সমসাময়িকসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানালেন হতাশার কথা।
আজ রোববার নিজের ফেসবুকে ফারিয়া নিজের মতো করে লিখেছেন, ‘অনেক বড় গলায় অনেক কথা বলসিলাম! বন্ধু বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করসিলাম, বলেছিল দেখিস! দেখতেসি!’ এরপর হতাশা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘হতাশ হলেও বলা যাবে না হতাশ। এটাই সবচেয়ে বড় হতাশা!’
ফারিয়ার এই পোস্ট নিয়ে নানাজন নানা মন্তব্য করছেন। অনেকে ভাবছেন সমসাময়িক কোনো ঘটনা নিয়ে এরকম পোস্ট করেছেন অভিনেত্রী। বিষয়টি আঁচ করতে পেরে অতিরিক্ত লাইন যুক্ত করেছেন তিনি। সেখানে লেখা, ‘স্ট্যাটাসটা একটা প্রেম ভালোবাসা বিষয়ক স্ট্যাটাস ছিল! বাকিটা মনে হচ্ছে ইতিহাস।’
এদিকে ফারিয়া যখন হতাশার কথা জানাচ্ছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তখন সরব টক্সিক রিলেশন নিয়ে। নিজের ফেসবুকে লিখেছেন, ‘এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য
মহাদানবের আবির্ভাবের বিষয়টা তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গেছে।’
ফারিয়ার মতো চমকের পোস্টও নেটিজেনরা মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন। এরমধ্যে বেশিরভাগ ব্যাঙ্গাত্মক। তবে সেসবের কোনো উত্তর দেননি চমক। কেন এরকম পোস্ট দিয়েছেন— জানাননি কারণ।