প্রিন্স মাহমুদ। নব্বইয়ের দশকের সংগীত অনুরাগীদের ভালোবাসার নাম। তাঁর সুরে বুঁদ ভক্ত-শ্রোতারা। নব্বইয়ের দশক কেন, আজকের এই দিন, এই সময় পর্যন্ত তিনি সমান জনপ্রিয়। নগরবাউল জেমসের সঙ্গে একাধিক গান হয়েছে তাঁর। এ জুটির ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’ শিরোনামের গানগুলো কালজয়ী তকমা পেয়েছে। শ্রোতারা তাই বারবার এ জুটির গান প্রত্যাশা করেন। অপেক্ষায় থাকছেন কবে তারা আবার একসঙ্গে কাজ করবেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিন্স মাহমুদ জানান, জেমসের সঙ্গে তাঁর গানের পরিকল্পনা চলছে। সে সাক্ষাৎকারের সূত্র ধরেই যোগাযোগ করা হয় বহু কালজয়ী গানের এই সুরস্রষ্টার সঙ্গে।
প্রিন্স মাহমুদ সমকালকে জানান, গান নিয়ে তুমুল ব্যস্ত সময় যাচ্ছে তাঁর। জেমসকে নিয়ে নতুন গানের পরিকল্পনা চলছে। তবে সেটি এখনও প্রাথমিক অবস্থায় আছে। বিস্তারিত জানাতে সময় লাগবে। জেমস ও প্রিন্স মাহমুদ দু’জন নিজ নিজ অঙ্গনে ব্যস্ত আছেন। জেমস আছেন দেশ-বিদেশের কনসার্ট নিয়ে। প্রিন্স আছেন নতুন সৃষ্টির ব্যস্ততায়। এই দুই তারকা একসঙ্গে বসলেই নতুন গানের খবর মিলবে। এদিকে প্রিন্স এখন ব্যস্ত আছেন সিনেমার গান নিয়ে।
শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় ‘ঈশ্বর’ ও ‘রাজকুমার’, ‘বরবাদ’ সিনেমা এবং ‘মা’ গানের সুর-সংগীত করে সিনেমাপ্রেমীদের পেয়েছেন তুমুল প্রশংসা। তাঁর তিনটি গানই বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই জনপ্রিয়তার রেশ কাটতে না কাটতেই প্রিন্স মাহমুদ কাজ শুরু করেন সিয়াম আহমেদের ‘জংলি’ প্রজেক্ট। সিনেমাটির চারটি গানেরই সংগীত পরিচালনা করছেন তিনি।
আসন্ন ঈদে সেই ‘জংলি’ সিনেমা মুক্তি পাচ্ছে। এ বিষয়ে প্রিন্স মাহমুদ জানান, একই সিনেমার সব গানের দায়িত্ব এর আগে নেননি তিনি। এটিও একটি ভালো অভিজ্ঞতা। গানগুলো দারুণ হয়েছে। শ্রোতাদের কাছে ভালো লাগবে বলে তাঁর বিশ্বাস।