যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দিতে যাওয়া ধনকুবের ইলন মাস্ক শুক্রবার জার্মানির নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন। তিনি জার্মানির কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডিকে দেশটির ‘ত্রাণকর্তা’ বলে বর্ণনা করেন।
চ্যান্সেলর ওলাফ শোলৎজের নেতৃত্বাধীন মধ্য বাম জোট সরকারের পতনের পর আগামী ২৩ ফেব্রুয়ারি ইউরোপের পরাশক্তি দেশটিতে ভোট গ্রহণ হবে।
জনমত জরিপে এএফডি দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে তারা মধ্য ডান বা মধ্য বাম সংখ্যাগরিষ্ঠতা ব্যর্থ করে দিতে পারে। জার্মানির মূল ধারার মধ্যপন্থি দলগুলো জাতীয় পর্যায়ে এএফডিকে সমর্থন না করার প্রতিশ্রুতি দিয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে মাস্ক লেখেন, ‘একমাত্র এএফডিই জার্মানিকে বাঁচাতে পারে।’