‘তুফান’ দিয়ে পরিচালক রায়হান রাফী শাকিবিয়ানদের পাশাপাশি সাধারণ সিনেমাপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিয়েছেন সুপারস্টার শাকিব খানকে। এ নির্মাতার প্রতি আস্থা আছে কিং খানের। তাই নাকি রাফীর দিক থেকে নতুন সিনেমার প্রস্তাব আসতেই ‘হ্যাঁ’ বলে দিয়েছেন চোখ বন্ধ করে। সপ্রতি এরকমই চাউর হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলেও ঝেড়ে কাশেননি রাফী। ঢাকা মেইলকে বলেছিলেন, ‘এ নিয়ে এখন কিছু বলতে চাইছি না। আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তবে রাফী এক কথায় সারলেও সূত্র দিয়েছিল ছবিটি সম্পর্কে বেশকিছু তথ্য। সূত্রমতে, সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে শাকিব-রাফীর জুটির নতুন কাজটি। পর্দায় কিং খানকে পলকে পলকে রঙ পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি।
সূত্র আরও জানিয়েছিল, ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। শাকিবের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে তা নিয়েও হয়নি কোনো সিদ্ধান্ত।
ছবিটি প্রযোজনা করবে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। এই মুহূর্তে শাকিব ব্যস্ত ‘বরবাদ’ নিয়ে। এরপর আরও একটি কাজ আছে তার। সব মিলিয়ে নতুন বছর শুরু হবে শুটিং। কোনো এক ঈদে মুক্তি পাবে। তবে তা নির্ভর করছে কাজের অগ্রগতির ওপর— জানায় সূত্র।
এবার জানা গেল মারকাটারি সেই ছবিটির নাম ‘তাণ্ডব’। গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন সুত্রে জানা গেছে।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘‘গতকাল শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’। এটির পরিচালক রায়হান রাফী।’’
সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। আরও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাহুল দেব প্রমুখ। ছবিটির পরিচালক অনন্য মামুন।