তামিম ইকবাল শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৬ মে। মাঝে ব্যস্ত ছিলেন ধারাভাষ্য নিয়ে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে বাঁহাতি এ ওপেনার অনুশীলন করছেন। কারণ, বিপিএলের আগে জাতীয় লিগ (এনসিএল) টি২০তে খেলবেন বাঁহাতি এ ওপেনার। ১১ থেকে ২৩ ডিসেম্বর হতে পারে এনসিএল টি২০। আট দলের এ লিগে পাঁচটি ম্যাচ খেলার ইচ্ছা ৩৫ বছর বয়সী এ ব্যাটারের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এই টুর্নামেন্ট খেলার কথা মাহমুদউল্লাহ-মুশফিকেরও। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ (৮-১২ ডিসেম্বর) খেললে এনসিএল টি-টোয়েন্টির শেষ দিকে কয়েকটি ম্যাচ তারা খেলবেন বিপিএলের প্রস্তুতি নিতে। তবে নেই সাকিব আল হাসান।
আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু গ্রুপ পর্বের ম্যাচগুলো সিলেটে করার পরিকল্পনা বিসিবির। শেষ চার বা প্লে-অফ পর্ব মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম কিংবা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল ২৩ ডিসেম্বর। শেষ চারের ম্যাচগুলো হবে দিবারাত্রি।