পাবনায় ইসলামী জলসা আয়োজন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জালাল উদ্দিন নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন (৪০) হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শকর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে এলাকায় একটি ইসলামী জলসা আয়োজন নিয়ে উভয় পক্ষের লোকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে শনিবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে জালালের অবস্থা গুরুতর হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা একটার দিকে তার মৃত্যু হয়। নিহত জালাল আবুল হাসেমের কর্মী।
এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ঘটনার বিষয়ে কিছু জানেন না তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে খোঁজখবর নেবেন।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।