খুলনা জেলা স্বাস্থ্য বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগিতায় “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” স্লোগান নিয়ে খুলনায় উদযাপিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মনজুর মোর্শেদ, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেনারেল হাসপাতালের নির্বাহী ডা. মোঃ রফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খুলনা এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার ও খুলনা শহর এপি-০২ এর ম্যানেজার সুরভী এন. বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে ডা. মনজুর মোর্শেদ বলেন, “সুস্থ সমাজ নিশ্চিত করতে হলে মাকে শিক্ষিত হতে হবে।” আলোচনা সভায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার বাল্যবিবাহ বন্ধ, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, কম ওজনের জন্ম ও সি-সেকশন হারের লাগাম টানার জন্য তদারকি ব্যবস্থার ওপর গুরুত্ব দেন, যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। এ সময় খুলনা জেনারেল হাসপাতালের নির্বাহী ডা. রফিকুল ইসলাম বলেন, “এটা সত্য যে প্রাতিষ্ঠানিক প্রসবের হার বৃদ্ধি পেয়েছে, তবে সেটি মূলত সি-সেকশনের কারণেই। কিন্তু সি-সেকশনের ৭৫% এরও বেশি মায়ের বয়স ১৮ বছরের নিচে। আমরা যদি বাল্যবিবাহ বন্ধ করতে পারি, তবে সুস্থ জন্ম এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো।” আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য সচেতনতা, নারীর শিক্ষার গুরুত্ব এবং শিশুর সুস্থ ভবিষ্যতের কথা গুরুত্বের সাথে উপস্থাপন করেন।
“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” স্লোগানে খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ উদযাপন

সিনিয়র এডিটর
Leave a comment
সর্বশেষ
- Advertisement -


