দক্ষিণী সিনেমার সুপারস্টার রাশমিকা মান্দানা এখনও ৩০ বছরে পা দেননি। অল্প সময়ে চলচ্চিত্র ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমার সঙ্গে নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। বলিউড থেকে দক্ষিণী বিনোদন ভুবন দুই জায়গায়ই কাজ করে যাচ্ছেন এ তারকা।
আল্লু অর্জুন থেকে শুরু করে সালমান খান কিংবা রণবীর কাপুর– এরই মধ্যে প্রথম সারির সব বলিউড তারকার সঙ্গে কাজ করেছেন এ অভিনেত্রী। আজ ৫ এপ্রিল ২৯ বছরে পদার্পণ করবেন রাশমিকা। জন্মের মাসের শুরুতে তাঁর নতুন উপলব্ধি তৈরি হয়েছে।
যদিও বয়স যত বাড়ে জন্মদিন নিয়ে উপলব্ধি পাল্টায়। রাশমিকার তেমন কিছুই হয়নি। তিনি নিজেকে নিয়ে প্রচণ্ড খুশি। এ প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘এটি আমার জন্মদিনের মাস, আমি খুব উত্তেজিত। আমি সব সময় শুনেছি, বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে তত আগ্রহ হারিয়ে ফেলে মানুষ। আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো।’
রাশমিকা আরও বলেন, ‘বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে তত বেশি উতলা হয়ে উঠছি। বিশ্বাস হচ্ছে না যে, আমি এরই মধ্যে ২৯ বছরে পা দিয়েছি। আমি আরও একটা বছর সুস্থ, সুখী এবং নিরাপদে কাটিয়ে দিলাম! উদযাপনের জন্য যথেষ্ট কারণটা!’
সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা গেছে রাশমিকাকে। ছবিটি বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি।
উল্লেখ্য, রাশমিকা মান্দানার জন্ম ১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্নাটকের কোডাগু জেলার বিরাজপেটে একটি কোডাভা হিন্দু পরিবারে। তাঁর বাবার নিজের শহরে একটি কফি এস্টেট ও একটি অনুষ্ঠান হল রয়েছে এবং তাঁর মা একজন গৃহিণী। তাঁর ছোট বোন শিমন, যাকে তিনি লালনপালনে সাহায্য করেন এবং তাকে মাতৃত্বের মতো অনুভব করেছিলেন। ছোটবেলায় তাঁর পরিবার অভাব-অনটনের মধ্যে কেটেছে। আর্থিকভাবে সংগ্রাম করেছে। তাঁর বাবার বাসা ভাড়া দিতেও কষ্ট হয়েছে। সূত্র: আনন্দবাজার।