প্রযোজক হিসেবে ছোট পর্দায় নিজের প্রভাব বিস্তার করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। এদিকে নেটিজেনরা যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদ জল্পনা নিয়ে আলোচনা-সমালোচনা করছেন।
ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে স্বামীর পদবি মুছে ফেলেছেন নীলাঞ্জনা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এ তারকা জুটির ডিভোর্সের আইনি প্রক্রিয়াও শুরু রয়েছে।
এদিকে নীলাঞ্জনা তার জন্মদিন উদযাপন করতে মহাকুম্ভে আধ্যাত্মিক সফরে গেছেন। তবে তার এই আধ্যাত্মিক সফর কিন্তু এখানেই শেষ নয় মহাকুম্ভ থেকে এরপর সোজা বারাণসীতে চলে যাবেন। মহাশিবরাত্রি পালন করবেন সেখানে।
গণমাধ্যমকে নীলাঞ্জনা শর্মা জানান, বিদেশ থেকে তার দাদা এবং জেঠু এসেছেন, এই ট্যুর প্ল্যান তাদেরই। এদিকে নীলাঞ্জনারও ইচ্ছে ছিল মহাকুম্ভে যোগ দেওয়ার। তাই তিনিও যোগ দিলেন তাদের সঙ্গে।
দুই মেয়ে নেই কেন সঙ্গে? এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সারার মুম্বাই যাওয়ার কথা ছিল। তবে ছোটবোন জারার যেহেতু পরীক্ষা চলছে, তাই সারা ওর সঙ্গে রয়েছেন।