জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সময় গুরুতর চোট পেয়েছেন জোয়াও পালইনিয়া। এতে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের পর্তুগিজ মিডফিল্ডার।
বুন্ডেসলিগার সফলতম ক্লাব বায়ার্ন মঙ্গলবার এক বিবৃতিতে ২৯ বছর বয়সী পালইনিয়ার চোট পাওয়ার কথা জানায়।ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে চলতি মৌসুমে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেন পালইনিয়া। জার্মান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলেছেন তিনি।
আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগের ম্যাচ খেলতে পর্তুগাল দলে যোগ দেন পালইনিয়া। কিন্তু অনুশীলনে বাঁ পায়ের ঊরুতে চোট পেয়ে নভেম্বরের দুই ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি।১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে বুন্ডেসলিগায় শীর্ষে বায়ার্ন। দুইয়ে থাকা লাইপজিগের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে তারা। আন্তর্জাতিক বিরতির পর ব্যস্ত সময় পার করবে বায়ার্ন। ১১ দিনের মধ্যে চার ম্যাচ খেলতে হবে তাদের।
লিগ ম্যাচে আগামী শুক্রবার আউক্সবুর্কের মুখোমুখি হবে বায়ার্ন। চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে লড়বে তারা। বুন্ডেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩০ নভেম্বর খেলার তিন দিন পর জার্মান ক্লাপের শেষ ষোলোয় শিরোপাধারী বায়ার্ন লেভারকুজেনের মুখোমুখি হবে দলটি।