‘ছাবা’ সিনেমার প্রচারের জন্য দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় প্রেক্ষাগৃহে গেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। এ সময় অভিনেতার পরনে ছিল কালো পাঞ্জাবি এবং ছাইরঙা পাজামা, গলায় উত্তরীয়।
ভিকি কৌশল বলেন, ‘দেরি হওয়ার জন্য দুঃখিত। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন দেখে আমি আপ্লুত। কলকাতায় এসে ভালো লাগছে। এই বছর ভ্যালেন্টাইন্স ডে নয়, পরিবার এবং বন্ধুদের নিয়ে আমার ছবি দেখুন।’
নিজের চরিত্রের জন্য বিশেষ ভাবে প্রস্তুতি নিতে হয়েছে অভিনেতাকে। তার কথায়, ‘ছাবা’র জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছি। সাত মাসের প্রস্তুতি নিতে হয়েছিল।’ইতোমধ্যে বলিউডে এক দশক পার করে ফেলেছেন ভিকি। তার মতে, দর্শক এবং ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব ছিল না। এরপর বলেন, ‘এখনও ভাবলে অবাক লাগে। আশা করি, আগামী দিনেও এভাবেই আপনারা আমার পাশে থাকবেন।’
এই ছবির জন্য তাকে নিয়মিত পরিচালক এবং চিত্রনাট্যকারের সঙ্গে বসে ছত্রপতি সম্ভাজি মহারাজের সময়কাল সম্পর্কে বুঝতে হয়েছে। প্রতিদিন ৪-৫ ঘণ্টা ধরে পড়াশোনা করতে হয়েছে।
অতীতেও বায়োপিকে অভিনয় করেছেন ভিকি, ‘স্যাম বাহাদুর’, ‘সর্দার উধম’। বায়োপিকের ক্ষেত্রে ভিকি সাবধান থাকেন। অভিনেতার কথায়, ‘যাদের চরিত্রে অভিনয় করছি বা যে দর্শক ছবিটা দেখবেন, তাদের অনুভূতিতে যেন কোনও আঘাত না লাগে, সে দিকে খেয়াল রাখি। একটু ভয়ও লাগে।’