সিলেটের ওসমানীনগরের তাজপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ তিন শ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুন) বিকেলে ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) স্বাধীন তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়, তাজপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২) তাঁর ভাই রাজু আহমদ (২৩) এবং একই কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়াসহ (২৩) অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন পুলিশ এসল্ট মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলার এজাহারভূক্ত আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পি এস/এন আই